kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

লায়নকে জার্সি উপহার ; সবার মন জিতে নিলেন অধিনায়ক রাহানে

অনলাইন ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০২১ ১৬:৪৪ | পড়া যাবে ২ মিনিটেলায়নকে জার্সি উপহার ; সবার মন জিতে নিলেন অধিনায়ক রাহানে

ব্রিসবেন টেস্টের শেষ দিনে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সিরিজ অধিকার করেছে সফরকারী ভারত। ৩২ বছর পর ব্রিসবেনে কোনো টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ যে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় তাতে কোনো সন্দেহ নেই। ভাঙাচোরা দল নিয়ে ভারত শুধু মাঠেই জয় পায়নি, মাঠের বাইরেও ক্রিকেটীয় আচরণ দ্বারা সবার মন জিতে নিয়েছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানে।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ টেস্টটি ছিল অজি স্পিনার নাথান লায়নের শততম টেস্ট। যার মাইলফলক ম্যাচে চোখ ধাঁধানো জয়ে অবিস্মরণীয় করেছে ভারত। টেস্ট ক্রিকেটের অকল্পনীয় ঘটনাটি ঘটিয়ে তখন বাঁধভাঙ্গা উল্লাসে মাতোয়ারা ভারতীয় দল। এর মাঝেও দায়িত্ব ভুলে যাননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি ম্যাচ শেষের পুরস্কার বিতরণী মঞ্চে নাথান লায়নকে ডেকে নিয়ে ভারতীয় ক্রিকেটারদের সাক্ষরিত জার্সি উপহার দিয়ে চমকে দেন।

এমন অনাকাঙ্ক্ষিত উপহার পেয়ে অজি অফস্পিনার মুগ্ধ হয়ে যান। এই সিরিজে বেশ কয়েকবার বর্ণবিদ্বেষের মতো বাজে ঘটনার শিকার হয়েছেন ভারতের ক্রিকেটাররা। সেইসময় অজি ক্রিকেটাররাও বর্ণবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিতর্ক, খেলার মাঠের তুমুল লড়াই ছাপিয়ে দিনশেষে রাহানে দেখালেন স্পোর্টসম্যানশিপ। মাঠে জিতে আসার পর মাঠের বাইরেও যেন সবার মন জিতে নিলেন। যদিও রাহানের স্পোর্টসম্যানশিপের প্রশংসা এর আগেও শোনা গেছে মানুষের মুখে মুখে।

মন্তব্যসাতদিনের সেরা