kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

নটরাজনের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ তুললেন ওয়ার্ন?

অনলাইন ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ২০:৩৮ | পড়া যাবে ২ মিনিটে



নটরাজনের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ তুললেন ওয়ার্ন?

ভারতের নবীন পেসার টি নটরাজনের বিরুদ্ধে একটু ঘুরিয়ে হলেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এ নিয়ে ভারতের সোশ্যাল সাইট অঙ্গনে এখন তুলকালাম চলছে। ব্রিসবেন টেস্টে ভারতের বাঁহাতি পেসার নটরাজনের একাধিক নো বল করা নিয়ে হঠাৎই সন্দেহ প্রকাশ করেন ওয়ার্ন। অবশ্য নটারজনের বিরুদ্ধে তিনি সরাসরি স্পট ফিক্সিংএর অভিযোগ আনেননি। এরপর থেকে সোশ্যাল সাইটে ওয়ার্নকে তুলোধুনো করা হচ্ছে।

ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, 'নটরাজন বোলিং করার সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সে এই টেস্টে ৭টা নো বল করেছে। সব নো বলের ক্ষেত্রে ওভার স্টেপিংটা খুব বেশি চোখে পড়ছে। ৬টার মধ্যে ৫টা নো বল ওভারের প্রথম বলে! সব বলের ক্ষেত্রে তার ডান পা পপিং ক্রিজের অনেক বাইরে চলে গেছে! আমিও ক্যারিয়ারে অনেক নো বল করেছি। কিন্তু প্রতি ওভারের প্রথম বলে নো বল! তাও আবার ৫টা! ব্যাপারটা ইন্টারেস্টিং!'

এই মন্তব্যের পরেই ওয়ার্নের উপর বেজায় চটেছেন ভারতের ক্রিকেট সমর্থকেরা। কেউ লিখেছেন, 'দয়া করে এই নো বলকে মোহাম্মদ আমির ও আসিফের লর্ডস টেস্ট কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে ফেলবেন না।' আরেকজন লিখেছেন, 'মার্ক ওয়াহ এবং শেন ওয়ার্ন তো ফিক্সরাদের ব্যাপারে বেশি জানবেনই। তারা তো একটা সময় ফিক্সিংয়ে জড়িত ছিলেন।' অন্য একজন লিখেন, 'শেন ওয়ার্ন নিজেই তো ভুলভাল কাজ করেছে। সে আবার নটরাজনকে নিয়ে কীভাবে প্রশ্ন তোলে?'

মাঠ ও মাঠের বাইরে সবসময় প্রচারে থাকতে ভালবাসেন শেন ওয়ার্ন। শুধু ভাল পারফরম্যান্স নয়, উদ্ভট সব মন্তব্য ও বোহেমিয়ান জীবনযাপনের জন্যেও বারবার তার নাম খবরের শিরোনামে এসেছে।

মন্তব্য



সাতদিনের সেরা