kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

স্মিথের ইটের জবাবে 'পাটকেল' ছুড়লেন রোহিত! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

১৮ জানুয়ারি, ২০২১ ১৭:৪০ | পড়া যাবে ১ মিনিটেস্মিথের ইটের জবাবে 'পাটকেল' ছুড়লেন রোহিত! (ভিডিওসহ)

অজি সুপারস্টার স্টিভ স্মিথ হাড়ে হাড়ে বুঝেছেন যে, ইট মারলে পাটকেল খেতে হয়। তাকে এই বুঝ দিয়েছেন রোহিত শর্মা। আজ সোমবার ম্যাচের চতুর্থ দিনে ওভার পরিবর্তনের সময় ব্যাটে ভর দিয়ে ক্রিজের মাঝে দাঁড়িয়েছিলেন স্মিথ। তার অদূরে উইকেটের সামনে দাঁড়িয়ে শ্যাডো ব্যাটিং প্র্যাকটিস করে নেন রোহিত। 

ক্রিজে দাঁড়িয়েই রোহিতের এই কাণ্ড প্রত্যক্ষ করেন স্মিথ। পরে রোহিতের সঙ্গে তাকে মজাও করতে দেখা যায়। সিডনি টেস্টের পঞ্চম দিনে ঋষভ পন্থ ব্যাটিং করার সময়  এভাবেই উইকেটের সামনে দাঁড়িয়ে ‘শ্যাডো ব্যাটিং’ করেছিলেন স্মিথ। শুধু তাই নয়, পন্থের স্টাম্প গার্ডও ঘষে তুলে ফেলেছিলেন। এই ঘটনা নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল।

ওই সময় পুরো ব্যাপারটাই অস্বীকার করেছিলেন স্মিথ। তার দাবি ছিল, এটা তার স্বভাবের অংশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও পাশে পেয়েছিলেন স্মিথ। রোহিত আজ শ্যাডো ব্যাটিং করলেও স্টাম্প গার্ড ঘষে তুলে ফেলার চেষ্টা করেননি। বিষয়টিকে দুজনের চারিত্রিক পার্থক্য হিসেবে আলোচিত হচ্ছে সোশ্যাল সাইটে।

মন্তব্যসাতদিনের সেরা