ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে ম্যানসিটি। ম্যাচের ২৬তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। কেভিন ডে ব্রুইনের বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটি।
বিরতির পর আরো বেশি আক্রমণাত্বক হয়ে উঠে ম্যানসিটি। ম্যাচের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইল্কায় গুন্ডোগান। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জন স্টোনস। ক্রিস্টাল প্যালেসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রহিম স্টারলিং। ৮৮তম মিনিটে গোল করেন তিনি। ফলে সহজ জয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এ জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। শীর্ষে থাকা ম্যানইউ ১৮ ম্যাচে সংগ্রহ করেছে ৩৭ পয়েন্ট।
সূত্র: বিবিসি/লাইভস্কোরডটকম
মন্তব্য