kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

নাপোলির ফাবিয়ান রুইজ করোনা পজিটিভ

অনলাইন ডেস্ক   

১৭ জানুয়ারি, ২০২১ ১৬:১৪ | পড়া যাবে ১ মিনিটেনাপোলির ফাবিয়ান রুইজ করোনা পজিটিভ

আগামী সপ্তাহে ইতালিয়ান সুপার কাপে খেলতে পারছেন না নাপোলির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ। গতকালই তার দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে ক্লাব সূত্র নিশ্চিত করেছেন দলের অন্যান্য সকল খেলোয়াড় ও কোচিং স্টাফ নেগেটিভ হয়েছেন। আগামী বুধবার রেগিও এমিলিওতে ইতালিয়ান সুপারকাপের ম্যাচে জুভেন্তাসের মোকাবেলা করবে নাপোলি।

এক টুইটার বার্তায় রুইজ জানিয়েছেন, 'দূর্ভাগ্যবশত: আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমি বাড়িতে আইসোলেশনে আছি ও নাপোলি ও সিরি-এ’র সব ধরনের প্রোটোকল মেনে চলছি। আমি ও আমার পরিবারের সবাই সুস্থ আছি। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরেই আমি কাজে যোগ দিব। এর মধ্যে বাড়িতে থেকে দলকে সমর্থন করে যাব।'

করোনা ভাইরাস থেকে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি নাপোলি স্ট্রাইকার ভিক্টর ওসিমেহ। বড়দিনের ছুটির পর নাইজেরিয়া থেকে ফিরে এসে তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা