করোনা মহামারীর কারণে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২০ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অকল্যান্ড সিটি এফসি। ইতোমধ্যেই তারা এই সিদ্ধান্তের বিষয়টি বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাকে অবহিত করেছে। নিউজিল্যান্ড সরকারের কোয়ারেন্টিন বিধিনিষেধ মেনে অকল্যান্ডের এই টুর্নামেন্ট অংশগ্রহণ করা সম্ভব নয় বলে সূত্রমতে জানা গেছে।
ফিফার সাথে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোয়েরেন্টিন নীতি নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় অকল্যান্ডের পক্ষে ক্লাব বিশ্বকাপে খেলা সম্ভব নয়। নিউজিল্যান্ড ফুটবলও বিষয়টিতে কোন সমাধান করতে পারেনি। কাতারে অনুষ্ঠিতব্য এই ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য স্থানীয় আয়োজক সংস্থা ফিফার সাথে একত্রিত হয়ে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করেছে।
ক্লাব বিশ্বকাপ থেকে অকল্যান্ড সিটির নাম প্রত্যাহারে এখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আল-দুহাইল এসসি, আল-আহলি এসসি, বায়ার্ন মিউনিখ, উলসান হুন্দাই এফসি, টাইগার্স ইউএএনএল ও কনমেবল লিবারেটেডর্সের ফাইনালে বিজয়ী দল। আগামী ১৯ জানুয়ারি জুরিখে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
মন্তব্য