kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

ব্রিসবেন টেস্ট বৃষ্টিতে ভাসার সম্ভাবনা

অনলাইন ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০২১ ১৮:০১ | পড়া যাবে ২ মিনিটেব্রিসবেন টেস্ট বৃষ্টিতে ভাসার সম্ভাবনা

ছবি : এএফপি

চলতি ব্রিসবেন টেস্টে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ভারত। অন্যদিকে ১৯৮৮ সাল থেকে গ্যাবায় কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ভারত ব্রিসবেনে কখনও টেস্ট জেতেনি। সুতরাং গ্যাবা যদি অস্ট্রেলিয়ার কাছে দূর্গ হিসেবে পরিচিত হয়, তবে ভারতের কাছে এই মাঠের স্মৃতি মোটেও মধুর নয়। তার উপর ভারতকে মাঠে নামতে হয়েছে তারকা ক্রিকেটারদের ছাড়া। এই ম্যাচ যারা জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

একের পর এক চোটাঘাতে জর্জরিত ভারতীয় দল। ব্রিসবেন টেস্টের একাদশ সাজাতেই তাদের হিমশিম খেতে হয়েছিল। এই ভারতের বোলিং লাইনআপ নিতান্ত অনভিজ্ঞ। যদিও নবাগত বোলাররাই ভারতকে ম্যাচের শুরুতেই লড়াই থেকে ছিটকে যেতে দেননি। গ্যাবার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে আটকে রাখা মোটেও সহজ কাজ ছিল না। ভারতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা মাঝপথেই পরিত্যক্ত হওয়ায় ব্যাট-বলের লড়াই জমেনি।

ম্যাচের শেষ তিন দিনে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখার সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনায় আক্ষরিক অর্থেই জল ঢালত পারে আবহাওয়া। কেননা ব্রিসবেনে ম্যাচের শেষ তিন দিনেই বৃষ্টির পূর্বাভাস আছে। বিশেষ করে ম্যাচের শেষ ২ দিনে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা ছিল ৫০ শতাংশ। সম্ভাবনা যথার্থ প্রমাণিত হওয়ায় পুরো একটা সেশনের খেলা নষ্ট হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথাক্রমে ৩০, ৬০ ও ৮০ শতাংশ।

মন্তব্যসাতদিনের সেরা