করোনাভাইরাসের কারণে বার বার পিছিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ওয়ানডে ম্যাচ। গত ৮ জানুয়ারি চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছে দুদল। এরপর থেকেই থমকে আছে সিরিজটি। পরপর চারবার স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।
নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। পরে ১২ ও ১৪ জানুয়ারি ছিল শেষ দুই ম্যাচ। কিন্তু আমিরাতের ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময় তো নয়ই, তিনবার সূচি বদলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলতে পারেনি আয়ারল্যান্ড ও আরব আমিরাত। শুক্রবার চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডেটি।
আগামী সোমবার দ্বিতীয় ওয়ানডেটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচটি সোমবারে অনুষ্ঠিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: ক্রিকবাজ
মন্তব্য