kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

বার্সেলোনার সভাপতি নির্বাচন স্থগিত

অনলাইন ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০২১ ১০:৩২ | পড়া যাবে ১ মিনিটেবার্সেলোনার সভাপতি নির্বাচন স্থগিত

বার্তোমেউ অধ্যায়ের অবসানের পর থেকে নতুন সভাপতি খুঁজছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী ২৪ জানুয়ারি ক্লাবটির সভাপতি পদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু স্পেনের কাতালুনিয়ায় করোনার নতুন ঢেউয়ের কারণে আপাতত নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতালুনিয়া সরকার।

স্থানীয় সরকার শুক্রবার বার্সার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিল। সেখানে নির্বাচত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারেও কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মেসি নাটকের পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এই পদের জন্য এখন লড়বেন বার্সার সাবেক সভাপতি হুয়ান লেপোর্তা, উদ্যোক্তা ভিক্টর ফন্ত ও সাবেক পরিচালক টনি ফ্রেইক্সা।

 

 

সূত্র: ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা