খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচের দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি। ডার্বি কাউন্টির কোচ হিসেবে পাকাপাকিভাবে থেকে যাচ্ছন এই ৩৫ বছর বয়সী।
গত নভেম্বর থেকেই ডার্বির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করে আসছেন রুনি। কিন্তু এখন আগামী আড়াই বছর তাকে পুরোপুরি কোচের দায়িত্বেই দেখা যাবে।
রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। ম্যানইউ'র জার্সিতে ৫৯৯ ম্যাচে মাঠে নেমে ২৫৩টি গোল করেছিলেন তিনি। আর ইংল্যান্ডের জার্সিতে ১২০ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ৫৩টি।
এভারটনের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রুনি। এরপর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানইউ অধ্যায় শেষ করে আবার এভারটনে খেলেছেন তিনি। এরপর দুই মৌসুম খেলেছেন মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডে। গত বছর তিনি ডার্বিতে যোগ দেন। আগামী শনিবার ঘরের মাঠ রদারহামের প্রাইড পার্কে ডার্বির স্থায়ী কোচ হিসেবে অভিষেক হবে রুনির।
সূত্র: স্কাই স্পোর্টস
মন্তব্য