kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ঢাকায় ফিরলেন জেমি ডে

অনলাইন ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০২১ ১৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় ফিরলেন জেমি ডে

ফাইল ছবি

ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর সেখান থেকেই লন্ডন চলে গিয়েছিলেন জেমি। এক মাসের অধিক সময় ছুটি কাটিয়েছেন তিনি। 

ঢাকায় পৌঁছে জেমি ডে সাংবাদিকদের বলেন, “এখন হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। তারপর আমি স্টেডিয়ামে গিয়ে লিগের ম্যাচ দেখব। জাতীয় দলের ক্যাম্প শুরু করব ফেব্রুয়ারিতে।” 

তিনি আরো বলেন, “আমাদের বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে।”

কাতার থেকে জেমি দেশে যাওয়ার পর জেমিকে নিয়ে নানা ধরনের খবর ছড়িয়েছিল। এমন কি তার চাকরি নেই বলেও গুজব তৈরি হয়েছিল। ঢাকায় এসে জেমি প্রমাণ করলেন যে, বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে তিনিই আছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা