ছবি: এএফপি
মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার রাতের ফাইনালে ২-১ জয় পেয়েছে নেইমাররা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পেতে ৩৯তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পিএসজিকে। অ্যাঞ্জেল ডি মারিয়ার পাসে দলকে এগিয়ে দেন মাওরো ইকার্দি।
লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। ম্যাচের ৬৫তম মিনিটে নেইমারকে মাঠে নামান পিএসজি কোচ। গত ১৩ ডিসেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার পর থেকে বাইরে ছিলেন নেইমার। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন মার্সেইয়ের দিমিত্রি পায়েত। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় শিরোপা জিতেই মাঠ ছাড়ে পিএসজি।
সূত্র: গোলডটকম/লাইভস্কোরডটকম
মন্তব্য