kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহলিকে হটিয়ে দুইয়ে স্মিথ

অনলাইন ডেস্ক   

১৩ জানুয়ারি, ২০২১ ০৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহলিকে হটিয়ে দুইয়ে স্মিথ

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ক্রাইস্টচার্চ টেস্টে ২৩৮ রানের ইনিংস খেলার পর ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। এর আগে জায়গাটি ছিল কোহলির দখলে। স্বাভাবিকভাবে ভারতীয় অধিনায়ক নেমে যান দুইয়ে। তিনে নেমে যান স্মিথ। এরপর সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান করে দ্বিতীয় স্থানে দখলে নিয়েছেন স্মিথ।

অন্যদিকে সিডনি টেস্টে দুই ইনিংসেই ফিফটি করা চেতেশ্বর পূজারা দশম থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলা ঋষভ পন্থ ১৯ ধাপ এগিয়ে আছেন ২৬তম স্থানে। 

 

 

সূত্র: আইসিসি

মন্তব্যসাতদিনের সেরা