kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

কুকুর এসে বন্ধ করল ফুটবল ম্যাচ!

অনলাইন ডেস্ক   

২৭ ডিসেম্বর, ২০২০ ১৭:২৭ | পড়া যাবে ১ মিনিটেকুকুর এসে বন্ধ করল ফুটবল ম্যাচ!

প্রতীকী ছবি

খেলার মাঠে কত অবাক কাণ্ডই না ঘটে! পাখি ঢুকে পড়া কিংবা মৌমাছির আক্রমণ তো পুরনো ঘটনা। এবার এক পোষা কুকুরের জন্য বন্ধ হয়ে গেল ফুটবল ম্যাচ। খেলা হচ্চিল লেস্টার নিরভানা বনাম জিএনজি অডবাই টাউনের মাঝে। কুকুরের আপত্তির কারণে ৭৮তম মিনিটেই ম্যাচটি বন্ধ করে দিতে হয়েছে। 

এই পুরো ঘটনার পেছনে আছে একটি অ্যালশেসিয়ান কুকুর। এক দর্শক তার পোষা এই অ্যালসেশিয়ানকে নিয়ে মাঠে গিয়েছিলেন। কিন্তু সেই ভয়ংকর তেজী কুকুর মাঠের ফুটবলারদের দেখে খুব একটা খুশি হতে পারেনি। যে কারণে সে ফুটবলারদের দিকে তেড়ে যায়! নিরপত্তার অভাবে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন রেফারি।

নিরভানা দলের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, 'বাহ! ৭৮ মিনিটে ম্যাচ শেষ! এমন কখনও হয়নি। কুকুর নিয়ে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে বলে ম্যাচ বন্ধ। রেফারি বললেন, অনেক হয়েছে, গেম ওভার'। এমন কাণ্ডে অবাক নেট দুনিয়া। তবে এমন ঘটনা ইংলিশ ফুটবলে প্রথম নয়। এর আগে ১৯৮৭ সালে এক পুলিশ কুকুরের আক্রমণে ফুটবল ম্যাচ বন্ধ হয়েছিল। এতে অবনমন থেকে রক্ষা পায় টরকি।

মন্তব্যসাতদিনের সেরা