kalerkantho

মঙ্গলবার । ২৪ ফাল্গুন ১৪২৭। ৯ মার্চ ২০২১। ২৪ রজব ১৪৪২

অনুমতি পাননি মাহমুদ ও মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক   

২২ ডিসেম্বর, ২০২০ ০২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেঅনুমতি পাননি মাহমুদ ও মোসাদ্দেক

নিজেদের শহরে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট এমপিএল (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ) গতকাল শুরু হয়ে গেলেও তাতে খেলার অনুমতি পাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ ও মোসাদ্দেক হোসেন। যদিও আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে এ দুজনের চাহিদা ছিল তুঙ্গে। দলও ঠিক হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে তাঁদের এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান আকরাম খান।

যদিও গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জেতা দলের অনেকেই খেলছেন এমপিএলে। এঁরা খেললেও মাহমুদ-মোসাদ্দেককে অনুমোদন না দেওয়ার ব্যাখ্যায় আকরাম বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের একটি তালিকা আমরা করে দিচ্ছি। সেই তালিকায় যে বা যারা থাকছে, তারা এই মুহূর্তে অন্য কোথাও খেলতে পারবে না। মাহমুদ আর মোসাদ্দেককে সে জন্যই খেলতে দেওয়া হচ্ছে না। কারণ আন্তর্জাতিক সিরিজের আগে আমরা কোনো ঝুঁকিই নিতে চাই না।’

মন্তব্যসাতদিনের সেরা