১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই মুক্তিবাহিনী আর ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদারেরা। অনেক বিদেশি ব্যক্তিত্বরা এই বিশেষ দিনটিতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশটির সমৃদ্ধি কামনা করেছেন। এর মাঝেই ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
ভারতের ক্ষমতাসীন বিজেপির বর্তমান সাংসদ গম্ভীর গতকাল বিজয় দিবসে একটি টুইট করেন। যাতে জেনারেল নিয়াজির আত্মসমর্পণ দলিলে সাক্ষর করার সেই বিখ্যাত ছবিটি যুক্ত করা হয়েছে। ক্যাপশনে গম্ভীর জেনারেল মানেকশর একটি উদ্ধৃতি দিয়ে লিখেছেন, 'হয় তোমরা আত্মসমর্পণ কর, নতুবা তোমাদের নিশ্চিহ্ণ করে দেব!- জেনারেল মানেকশ।'
এছাড়াও গম্ভীর লিখেছেন, '৪৯ বছর আগে (পাকিস্তান সৈন্যরা) শত্রুরা ভারতের সাহসী সেনাদের সামনে মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিলেন। আমাদের সৈন্যদের এই বীরত্ব ও ত্যাগের জন্য তাদেরকে স্যালুট। ভিজায় দিওয়াস (হিন্দিতে বিজয় দিবসকে ভিজায় দিওয়াস বলা হয়)।'
গম্ভীরের এই টুইট নিয়ে সোশ্যাল সাইটে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুরো টুইটে কোথাও তিনি বাংলাদশের নামটাও উল্লেখ করেননি! অথচ বিজয় দিবস কিন্তু বাংলাদেশের। এতে বীর মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ নেই। অর্থাৎ, মহান মুক্তিযুদ্ধকে এড়িয়ে গম্ভীর বিষয়টাকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে চালিয়ে দিলেন। ক্রিকেট ছাড়ার পর নিয়মিতই নানা মন্তব্য করে আলোচনায় থাকেন গম্ভীর। এবার সমালোচিত হলেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে টুইট করে।
“Either you surrender or we wipe you out” - Sam Manekshaw
— Gautam Gambhir (@GautamGambhir) December 16, 2020
49 years ago the enemy surrendered and bowed down to the brave Indian Army! Salute to the valor and sacrifice of our soldiers! #VijayDiwas pic.twitter.com/69b38LHCjQ
মন্তব্য