kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হলো না কোহলির

অনলাইন ডেস্ক   

১৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৮ | পড়া যাবে ১ মিনিটেউইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হলো না কোহলির

বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে উইজডেন। দলে জায়গা হয়নি ভারতের অধিনায়ক বিরাট কোহলির।

এর আগে ইজডেনের বর্ষসেরা টেস্ট দলেও জায়গা হয় নি কোহলির। ওয়ানডে একাদশে নেই বাংলাদেশের কেউ। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। 

ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও আলজারি জোসেফ জায়গা পেয়েছেন একাদশে। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), লোকেশ রাহুল (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম বিলিংস (ইংল্যান্ড), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) ও অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

 

মন্তব্যসাতদিনের সেরা