ছবি: বিসিবি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজি গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ২০ ওভারে ১১৬ রানে অলআউট হয়েছে বেক্সিমকো ঢাকা।
টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ব্যাট হাতে জ্বলে উঠতে পারে নি ঢাকার ব্যাটসম্যানরা। অধিনায়ক মুশফিকুর রহিম ও আল-আমিন জুনিয়র ২৫ রান করে করেন। এছাড়া ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৪ রান।
চট্টগ্রামের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট লাভ করেন।
আজকের ম্যাচের বিজয়ী দল ১৮ ডিসেম্বর ফাইনাল খেলবে জেমকন খুলনার বিপক্ষে।
এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়েছিল ঢাকা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে ৪৭ রানের পরাজিত হয়েছিল গাজি গ্রুপ চট্টগ্রাম।
মন্তব্য