kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

বিগ ব্যাশে বল হাতে আগুন ঝরালেন সিডল

অনলাইন ডেস্ক   

১৫ ডিসেম্বর, ২০২০ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেবিগ ব্যাশে বল হাতে আগুন ঝরালেন সিডল

ছবি: টুইটার

৩৬ বছর বয়সেও বল হাতে আগুন ঝরালেন সাবেক অজি পেসার পিটার সিডল। মঙ্গলবার বিগ ব্যাশের ম্যাচে ১৬ রানে ৫ উইকেট দখল করেছেন তিনি।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে সিডলের বোলিং তোপে বড় স্কোর করতে পারে নি হোবার্ট হ্যারিকেন্স। ডা’র্সি শর্টকে আউট করে শুরু করেন সিডল। এরপর একে একে প্যাভিলিয়নে পাঠান ম্যাকালিস্টার রাইট, টিম ডেভিড, জেমস ফকনার ও রাইলে মেরিডিথকে।

সিডলকে ভালই সঙ্গ দেন ওয়েস আগার ও আফগান তারকা রশিদ খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯ দশমিক ৩ ওভারে  ১৪৬ রানে অলআউট হয় হোবার্ট।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যাডিলেড সুবিধাজনক অবস্থানেই আছে। প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর ১৩ ওভারে ২ উইকেটে ১১৫ রান।

মন্তব্যসাতদিনের সেরা