ছবি: বিসিবি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজি গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। এই ম্যাচের বিজয়ী দল উঠে যাবে ফাইনালে।
এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়েছিল ঢাকা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে ৪৭ রানের পরাজিত হয়েছিল গাজি গ্রুপ চট্টগ্রাম।
আজকের ম্যাচের বিজয়ী দল ১৮ ডিসেম্বর ফাইনাল খেলবে জেমকন খুলনার বিপক্ষে।
বেক্সিমকো ঢাকা একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান, ইয়াসির আলী, আল-আমিন জুনিয়র, আকবর আলী, মুক্তার আলী, রবিউল ইসলাম রবি, রুবেল হোসেন, শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাদিফ চৌধুরী, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
মন্তব্য