kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

সত্তর দশকের পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন শারাপোভা

অনলাইন ডেস্ক   

১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেসত্তর দশকের পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন শারাপোভা

রূপ ও টেনিস দক্ষতায় গোটা বিশ্বের মন জয় করেছেন সুন্দরী মারিয়া শারাপোভা। অসামন্য প্রতিভাধর শারাপোভা পাঁচবার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম। 

ফেব্রুয়ারিতে বিদায় জানিয়েছেন টেনিস কোর্টকে। তবে থেমে নেই শারাপোভা। সুন্দর ফিগার ও নিজের ভাবমূর্তির কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রচারনায় ব্যস্ত আছেন এই রুশ সুন্দরী।

সম্প্রতি, ফিটনেস ও আনুষাঙ্গিক পণ্যের কোম্পানি ‘বালা’ এবং নিজের ক্যান্ডি কোম্পানি ‘সুগারপোভা’র মধ্যে অংশীদারিত্ব ব্যবসার প্রচারের জন্য ৭০ দশকের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন। এই প্রচারণার ছবিগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য যে, সুগারপোভা’র লাভের একাংশ শারাপোভার দাতব্য সংস্থা মারিয়া শারাপোভা ফাউন্ডেশনে দান করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা