kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

কাল অলিখিত 'ফাইনাল' খেলবে রাজশাহী-বরিশাল

অনলাইন ডেস্ক   

১১ ডিসেম্বর, ২০২০ ১৮:৫১ | পড়া যাবে ৩ মিনিটেকাল অলিখিত 'ফাইনাল' খেলবে রাজশাহী-বরিশাল

দুই দলের দুই অধিনায়ক কাল মুখোমুখি হচ্ছেন না ঠিকই, তবে দুজনেই মাঠে নামছেন ভিন্ন ম্যাচে। ছবি : বিসিবি

শনিবার শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের লিগ পর্বের ম্যাচ। পাঁচ দলের মধ্যে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। তবে এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি মিনিস্টার রাজশাহী ও ফরচুন বরিশালের। এই দুই দলের একটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। তাই প্লে-অফে খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে দুই দলকে। সেই সাথে রান রেটে একে অপরের চেয়ে এগিয়েও থাকতে হবে। যে কারণে দুই দলের কাছেই নিজ নিজ ম্যাচ হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম-জেমকন খুলনা ও ঢাকা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট চট্টগ্রামের। ৮ করে পয়েন্ট খুলনা-ঢাকার। লিগ পর্বে ৮ ম্যাচ শেষ খুলনার। ৪ করে পয়েন্ট রাজশাহী ও বরিশালের। -০.২৬৩ রান রেট নিয়ে এগিয়ে রাজশাহী। বরিশালের রান রেট -০.৪৩৫। কাল দিনের প্রথম ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ বরিশাল। এ ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। দুটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিজ-নিজ খেলায় রাজশাহী-বরিশাল জিতলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৬ করে। তখন রান রেটে এগিয়ে থাকা দল শেষ দল হিসেবে প্লে-অফের টিকেট পাবে। আবার দুই দল নিজেদের ম্যাচে হারলে, দুই দলেরই ৪ করে পয়েন্ট থাকবে। তখনও রান রেটের হিসাব করা হবে। আর যদি এক দল জিতে, আর এক দল হারে, তবে পয়েন্টের হিসেবে এগিয়ে থাকা দলই প্লে-অফ খেলবে। রাজশাহীর ২ জয় এসেছে প্রথম দুই ম্যাচেই। এরপর তারা টানা ৫ ম্যাচ হেরেছে। চট্টগ্রামের কাছে প্রথম পর্বের ম্যাচে ১ রানে হার মানে শান্তর দল

তামিমের ইকবালের দল বরিশালের দুই টি জয়ই এসেছে রাজশাহীর বিপক্ষে। প্রথম পর্বে ৫ উইকেটে ও ফিরতি পর্বে ৮ উইকেটে জয় পায় বরিশাল। প্রথম পর্বে তারা ঢাকার কাছে ৭ উইকেটে হেরেছিল। দুর্দান্ত শুরুর পরও প্লে-অফে খেলা নিয়ে সংশয় রাজশাহীর। তবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, 'ব্যাটসম্যানদের বাড়তি আত্মবিশ্বাস আছে। বোলাররা ভালো করতে পারছে না। তবে ইনশাআল্লাহ তারাও ভালো করবে। খারাপের পর ভালো আসে, এটার জন্য আমি নিজেও অপেক্ষা করছি। ভালো কিছু হবে আশা করি। চট্টগ্রাম অনেক শক্তিশালী দল। তারা খুব ভালো খেলছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করছে।'

মন্তব্যসাতদিনের সেরা