অনেকদিন ধরেই ভারতের ক্রিকেটাঙ্গনে জোর দাবি আছে, বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হোক। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ হারের পর এই দাবি আরও জোড়ালো হয়েছে। ভারতের সাবেক মহাতারকা ভিভিএস লক্ষণ অবশ্য মনে করছেন, এখনই রোহিতকে জাতীয় দলের অধিনায়ক করার প্রয়োজন নেই। রোহিতের মতো একজন ক্রিকেটারের টেস্ট দলের নিয়মিত সদস্য হওয়া উচিত বলেও তার মত।
বিজয় লোকপল্লী এবং ভি কৃষ্ণণের লেখা বই 'দ্য হিটম্যান: দ্য রোহিত শর্মা স্টোরি'র উদ্বোধনে লক্ষণ বলেন, 'কোনো সন্দেহ নেই যে, রোহিত একজন দারুণ অধিনায়ক। যখনই সে কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছে, তখনই সফল হয়েছে। একটি ফ্র্যাঞ্চাইজি দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করা মোটেও সহজ নয়। যেভাবে দল গঠন থেকে শুরু করে কঠিন সময় সামাল দিয়েছে, তা দুর্দান্ত এক বিষয়।'
তিনি আরও বলেছেন, 'রোহিতের মধ্যে জাতীয় দলের সফল নেতা হওয়ার যাবতীয় গুণ রয়েছে। তবে শুধু পরিবর্তনের জন্যই পরিবর্তন করে লাভ নেই। কোহলিও জাতীয় দলের অধিনায়ক হিসেবে সফল। বর্তমানে সে দারুণ অধিনায়কত্ব করছে। আমার মনে হয় না, এই মুহূর্তে নেতৃত্বে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে।'
তবে টেস্ট দলে রোহিতকে নিয়মিত দেখতে চান লক্ষণ, 'রোহিতের ক্যারিয়ার আমার নিজের কথা মনে পড়িয়ে দেয়। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করতে হয়েছে বারবার। আগে কখনো ওপেন না করে কোয়ালিটি ফাস্ট বোলারদের বিপক্ষে হঠাৎ ওপেন করা মোটেই সহজ নয়। একবার ক্রিজে সেট হয়ে গেলে রোহিত প্রতিপক্ষ বোলারদের ওপর চেপে বসে। রোহিত খুব স্পেশাল ক্রিকেটার। আমরা টেস্টেই ডাবল সেঞ্চুরি করতে সমস্যায় পড়ি। আর রোহিত ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছে তিনবার।'
মন্তব্য