kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

করোনার হানায় ফের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ স্থগিত

অনলাইন ডেস্ক   

৬ ডিসেম্বর, ২০২০ ১৫:১৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনার হানায় ফের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ স্থগিত

ছবি: গেটি ইমেজ

আবারো বাধাগ্রস্ত হল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। গত শুক্রবার (৪ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা দলে করোনার উপস্থিতি থাকায় সিরিজটি দুই দিন পেছানো হয়েছিল। এবার কোনো ক্রিকেটার নয়, কেপটাউনে হোটেল কর্মচারির শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। তাই দ্বিতীয়বারের মত বাতিল করা হলো দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

শনিবার আসা করোনার রেজাল্টে দেখা গিয়েছিল, প্রোটিয়া দলের সবাই নেগেটিভ। তাই ম্যাচের প্রস্তুতিও নিয়েছিল দুই দল। তবে, টস হওয়ার আধা ঘণ্টা আগে জানা যায় যে টস হতে বিলম্ব হবে। ইংল্যান্ড ক্রিকেট দলও অপেক্ষায় ছিল, শনিবার সন্ধ্যায় তারা কোভিড-১৯ টেস্টের জন্য যে স্যাম্পল জমা দিয়েছিল, তার রেজাল্ট আসার।

রেজাল্ট আসার পর দেখা গেলো, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল যে হোটেলে অবস্থান করছিল, সেই ভিনেইয়ার্ড হোটেলের দুই কর্মচারির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাই দ্বিতীয়বারের মত সিরিজের উদ্বোধনী ম্যাচ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

করোনার প্রভাবে পুরো সিরিজটা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। কারণ ১০ ডিসেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের একটি চাটার্ড ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা