চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরমেন্স করে টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন তরুণ পেসার খালেদ আহমেদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটের প্রথম দিকে খালেদকে দলে নেয়নি কোনো দল। তবে জেমকন খুলনার শফিউল ইসলামের ইনজুরিতে তার টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হয়েছে। এখন পর্যন্ত দেশের হয়ে মাত্র ২টি টেস্ট খেলেছেন খালেদ।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন খালেদ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে গত মার্চে তিনি মাঠে ফিরেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার কারণে আসরটি স্থগিত হয়ে যায়। এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবারো মাঠে ফিরে আসেন খালেদ। দুই ম্যাচ খেললেও বল হাতে জ্বলে উঠতে পারেননি।
২০১৬ সালে বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে দারুন পারফরমেন্স করেন ২৮ বছর বয়সী খালেদ। ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। ২০১৯ সালে বঙ্গবন্ধু বিপিএলে খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। আজ খালেদ বলেন, 'অবশ্যই টেস্ট নিয়ে আমার পরিকল্পনা আছে। ইনজুরির কারণে দীর্ঘদিন আমি দলের বাইরে ছিলাম। এই মূর্হুতে আমি যেকোন পর্যায়ে ক্রিকেট খেলতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেতে হলে আমাকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করতে হবে। ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো করার সর্বাত্মক চেষ্টা করব।'
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন শফিউল। ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য। শেষ পর্যন্ত পিঠের ইনজুরির কারণে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় সুযোগ পাওয়াটা কাজে লাগাতে চান খালেদ, 'সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি বাড়িতে অনুশীলনেন মধ্যেই ছিলাম। আশা করি কোন সমস্যা হবে না এবং সুযোগটি কাজে লাগাতে সক্ষম হব।'
মন্তব্য