kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

কালই ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ ফয়সলা?

অনলাইন ডেস্ক   

৫ ডিসেম্বর, ২০২০ ১৭:৩৬ | পড়া যাবে ২ মিনিটেকালই ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ ফয়সলা?

ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। সিডনিতে দ্বিতীয় ম্যাচ জিতে আগামীকাল রবিবার তারা সিরিজ নিশ্চিত করতে চায়। অন্যদিকে আগামীকালের ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে চায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া অজিদের সামনে অন্য কোনো পথ খোলা নেই । দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে।

ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাসী ছিল ভারত। প্রথম দুই ওয়ানডে হারের পরও শেষ ম্যাচটি জিতে চাঙ্গা হয়ে উঠে বিরাট কোহলির দল। সেই প্রমাণ মিলেছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। ওই ম্যাচে বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারায় ভারত। জয় দিয়ে সিরিজ শুরু করায় চাঙ্গা মনোভাব ভারতীয় শিবিরে। 

মিডল-অর্ডার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন বলেন, 'প্রথম ম্যাচটি আমরা দারুণ পারফর্মেন্স করেছি। বোলাররা দুর্দান্ত করেছে। তবে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে, এমনকি আমাকেও। আশা করছি, পরের ম্যাচে ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারবে এবং ম্যাচ জিতবো। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।'

অন্যদিকে সিরিজের শুরুটা ভালো না হলেও দল আত্মবিশ্বাসী আছে বলে জানান অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, 'ছোট-ছোট ভুলের কারণে আমরা প্রথম ম্যাচ হেরেছি। এতে আমাদের আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি। সিরিজে ঘুড়ে দাঁড়াতে আমরা মুখিয়ে আছি। আশা করি পরের ম্যাচে দল জ্বলে উঠবে।'

মন্তব্যসাতদিনের সেরা