kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

যে কারণে আজ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচটি হলো না

অনলাইন ডেস্ক   

৪ ডিসেম্বর, ২০২০ ১৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেযে কারণে আজ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচটি হলো না

ছবি : এএফপি

ক্রিকেটপ্রেমীরা আগ্রহ নিয়ে টিভির সামনে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ দেখতে। তবে শেষ মুহূর্তে জানা গেল আজকের ম্যাচটি হচ্ছে না। কারণ দক্ষিণ আফ্রিকা দলের আরও এক জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আজ শুক্রবার কেপটাউনে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের প্রথমটি। এর ঘণ্টা খানেক আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ম্যাচটি পিছিয়ে দেওয়ার বিষয়টি জানায়।

সিরিজ শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরদিন জানা যায়, স্বাগতিকদের একজনের ফল পজিটিভ এসেছে। পরে দুই দলের সুরক্ষার কথা চিন্তা করে দুই দেশের বোর্ড ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী রবিবার পিছিয়ে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৭ এবং ৯ ডিসেম্বর। এবারও আক্রান্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এর আগে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার দুই জনের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। ওই দুই জনের নামও জানায়নি দেশটির বোর্ড।

মন্তব্যসাতদিনের সেরা