লঙ্কান প্রিমিয়ার লিগে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে তুমুল ঝগড়া লেগেছিল আফগান পেসার নাভিন উল হকের। দুদিন আগে ক্যান্ডি টাস্কার্সের বিপক্ষে ম্যাচের পর মোহাম্মদ আমিরের সঙ্গে কথা কাটাকাটির টাস্কার্সের ২১ বছর বয়সী আফগান পেসার নাভিন উল হকের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন আফ্রিদি, যেটি বেশ বিতর্কের জন্ম দিয়েছে। মাঠের সেই লড়াই থামলেও এখন তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। একে অন্যকে পাল্টাপাল্টি আক্রমণ করে চলছেন।
মাঠে করমর্দনের সময় ৪০ বছরের আফ্রিদি ২১ বছরের নাভিনকে বলেছিলেন- 'তোমার জন্মের আগেই আন্তর্জাতিক সেঞ্চুরি করেছি'। এটা নিয়ে তুলকালামের পর সামাজিক যোগাযোগমাধ্যম আফ্রিদি বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন, 'তরুণ ক্রিকেটারটির প্রতি আমার বার্তা অতি সাধারণ ছিল- ক্রিকেট খেলে যাও এবং আপত্তিকর কথাবার্তা বলো না। আফগানিস্তান দলে আমার বন্ধু আছে। আমাদের মাঝে আন্তরিক সম্পর্ক। সতীর্থ ও প্রতিপক্ষকে সম্মান করা ক্রিকেটের মূল স্পিরিট।'
তবে এই ভালোমানুষি দেখিয়ে ছাড় পাননি মেয়ের অসুস্থতার জন্য এলপিএল ছেড়ে দেশের পথে থাকা আফ্রিদি। তরুণ নাভিন তার পোস্টেই কমেন্টবক্স লিখেন, 'পরামর্শ গ্রহণ এবং সম্মান প্রদর্শনে আমি সবসময় প্রস্তুত। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কেউ যদি বলে- তুমি আমার পায়ের নিচে এবং সেখানে থাকবে; (আমিরের সাথে বাকযুদ্ধের প্রতি ইঙ্গিত করে) তাহলে সেটা শুধু আমাকেই বলেনি, আমার দেশের মানুষকেও বলেছে। সম্মান করেন, তাহলেই সম্মান পাবেন। নাহলে নয়।'
মন্তব্য