ইমাদ ওয়াসিম। ফাইল ছবি
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলবেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। মেলবোর্ন রেনেগেডসে নাম লিখিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে রেনেগেডসের কোচ মাইকেল ক্লিংগার বলেন, “ইমাদ হচ্ছে বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের একজন। বল হাতে প্রভাব রাখতে পারে, ব্যাট হাতেও দারুণ ফিনিশিং দিতে পারে সে। পাওয়ার প্লেতে বোলিং করতে পারে সে।ইমাদ মিডল অর্ডারে আমাদের শক্তি বাড়াবে।”
নিউজিল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৬ ডিসেম্বর রেনেগেডসে যোগ দিবেন ইমাদ। ইমাদ ছাড়াও এ দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাইলে রুশো, ইমরান তাহির, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও নূর আমমেদ।
ইমাদের নেতৃত্বে গত মাসে পিএসএলের শিরোপা জিতেছে করাচি কিংস। আগামী ১০ ডিসেম্বর থেকে বিগ ব্যাশ শুরু হবে।
মন্তব্য