বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে টসে জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বেক্সিমকো ঢাকা। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বরিশাল।
প্রতিবেদন লেখার সময় ৭ ওভারে ৩ উইকেটে বরিশালের সংগ্রহ ৩৩ রান। সাইফ হাসান ৯ রান করলেও রানের দেখা পাননি পারভেজ হোসেন ইমন ও আফিফ। অধিনায়ক তামিম ইকবাল ১৮ ও তওহিদ হৃদয় ৪ রানে ব্যাট করছেন।
সবকটি উইকেটই নিয়েছেন স্পিনার রবিউল ইসলাম।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও সাইফ হাসান।
বেক্সিমকো ঢাকা একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, নাইম হাসান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।
মন্তব্য