kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

শাখতারের কাছে আবারো হারল রিয়াল

অনলাইন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২০ ১২:৩৮ | পড়া যাবে ২ মিনিটেশাখতারের কাছে আবারো হারল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথম লেগের মত দ্বিতীয় লেগেও শাখতার দোনেৎস্কের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলের এই হারে রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এখন শেষ ষোলোতে যাওয়াটাও ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এর আগে শাখতারের বিপক্ষে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে হেরেছিল দিনেদিন জিদানের দল। 

শাখতারের বিপক্ষে শুরুটা ভালই করেছিল রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটে করিম বেনজেমার গোলমুখে বাড়ানো বলে মার্কো আসেনসিওর শট পোস্টে লাগে। একাদশ মিনিটে ডি-বক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর মেরে হতাশ করেন বেনজেমা নিজেই।

তিন মিনিট পর মাঝমাঠে প্রতিপক্ষের জুনিয়র মোরায়েসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রিয়ালের রাফায়েল ভারানে।

সমতায় থেকে বিরতিতে যায় দুদল। ম্যাচের ৫৭তম মিনিটে শাখতারকে এগিয়ে দেন দেতিনিয়ো। ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মানোর সলোমোন।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের পরজয় নিয়ে মাঠ ছাড়ে সার্জিও রামোসহীন রিয়াল।

এই হারে চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেছে রিয়াল। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে শাখতার দোনেৎস্ক।

অন্যদিকে, রোমেলু লুকাকুর জোড়া গোলে জার্মান ক্লাব বরুশিয়া মনশেডগ্লাডবাখকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার মিলান।  

মন্তব্যসাতদিনের সেরা