kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

অনন্য রেকর্ডের হাতছানি, পারবেন কি স্মিথ?

অনলাইন ডেস্ক   

২ ডিসেম্বর, ২০২০ ০৮:২৪ | পড়া যাবে ২ মিনিটেঅনন্য রেকর্ডের হাতছানি, পারবেন কি স্মিথ?

ভারতের বিপক্ষে ৬২ বলে সেঞ্চুরির পর স্টিভ স্মিথ। ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে আজ পর্যন্ত কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার যা করে দেখাতে পারেননি, আজ বুধবার সেই রেকর্ডের হাতছানি দুরন্ত ফর্মে থাকা স্টিভ স্মিথের সামনে। টানা তিনটি ওয়ান ডে-তে সেঞ্চুরি। যেভাবে স্মিথ খেলছেন, তাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে মানসিক দিক থেকে আরো এগিয়ে থেকে নামবেন, মনে করছেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

গত মৌসুম যদি মার্নাস লাবুশেনের হয়, চলতি মৌসুমে ভারতীয় দলের বিরুদ্ধে স্মরণীয় পারফরম্যান্স উপহার দিচ্ছেন স্টিভ স্মিথ। সিডনিতে তাঁর পরপর দুটি সেঞ্চুরিতেই সেটা পরিষ্কার। যদি তিনি টানা তিনটি সেঞ্চুরি নাও করতে পারেন, তা হলেও টেস্ট ক্রিকেটে কী রকম ফর্ম নিয়ে নামবেন সেটা বুঝিয়ে দিয়েছেন ওয়ান ডে-র লড়াইয়ে।

ফিঞ্চ বলেন, 'যখনই স্মিথ মৌসুমের শুরুতে বড় রান করেছেন, প্রতিপক্ষ বোলারদের তাঁকে সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠেছে। শেষ দুই অ্যাশেজ সিরিজে সেটা দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে তাঁর সে রকমই পারফরম্যান্স দেখা গিয়েছে ২০১৪-১৫ এবং ২০১৭ সালে। দুটি সিরিজের ক্ষেত্রেই প্রথম টেস্টে বড় রান করেছেন স্মিথ। সেই টেস্টগুলো যারা খেলেছিল, তাদের মাথায় এটা সব সময় থাকবে।'

অস্ট্রেলীয় অধিনায়ক আরো বলেন, 'আমি জানি স্মিথের মতো ব্যাটসম্যান যদি ছন্দে থাকে, একজন বোলারের বিরুদ্ধে ও আত্মবিশ্বাসী থাকে, ওকে থামানো কঠিন। তা সে যেকোনো পরিবেশেই হোক না কেন। এখন ও সে রকম ছন্দেই আছে।'

শুধু বড় রান করাই নয়, স্মিথ যেভাবে মাত্র ৬২ বলে পরপর দুটি সেঞ্চুরি করেছেন, তা অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় দ্রুততম শতরান। ফিঞ্চের কথায়, 'এ রকম একটা সেঞ্চুরি পাওয়াই খুব কঠিন। তাই দুটো করে দেখানো, ন্যূনতম ঝুঁকি নিয়ে ওর এই নিখুঁত ইনিংসই বুঝিয়ে দিচ্ছে কোন মাপের ব্যাটসম্যান ও। নিজের ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছে স্মিথ। আইপিএল থেকেও ও খেলায় নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে।'

মন্তব্যসাতদিনের সেরা