kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

র‌্যাংকিংয়ের শীর্ষ থেকে অজিদের হঠানোর লক্ষ্য নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২০ ১৯:৫০ | পড়া যাবে ২ মিনিটের‌্যাংকিংয়ের শীর্ষ থেকে অজিদের হঠানোর লক্ষ্য নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়াকে হঠিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটিতে চোখ নিউজিল্যান্ডের। টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। শীর্ষে অস্ট্রেলিয়া। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দুই ম্যাচে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেই কিউইরা উঠে যাবে শীর্ষে। সেই লক্ষ্য নিয়ে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

১১৬ রেটিং নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউজিল্যান্ড। সিরিজের দুই ম্যাচ জিতলেই দুই দলের রেটিং পয়েন্ট সমান হবে। তবে ভগ্নাংশের হিসেবে অস্ট্রেলিয়াকে সরিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিশ্চিতভাবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে নিউজিল্যান্ড। অন্য দিকে ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতলেই আবার এককভাবে শীর্ষস্থান দখল করবে অস্ট্রেলিয়া।

কিউই ওপেনার টম ল্যাথাম বলেন, 'করোনার কারণে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছি আমরা। আমাদের লক্ষ্য এই ফরম্যাটে ভালো করা। সিরিজের দুই ম্যাচ জিতলেই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠার সুযোগ থাকছে। তবে সেটি বেশি দিন ধরে রাখা সম্ভব হবে কি-না এখনই বলা যাচ্ছে না। কারণ শীর্ষে উঠলেও অস্ট্রেলিয়ার সমান রেটিংই থাকবে। তবে আমরা সিরিজের দুই ম্যাচ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। আমাদের চমকে দেয়ার সামর্থ্য তাদের আছে।’

নিউজিল্যান্ড সফরে শেষ দুই সিরিজেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৫ সালে তারা সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল। এবারের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ১৮০ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থস্থানে নিউজিল্যান্ড। আর ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্যসাতদিনের সেরা