kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক   

১ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৩ | পড়া যাবে ১ মিনিটেফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন করোনা আক্রান্ত

৭ বারের ফর্মুলা ওয়ান বিজয়ী লুইস হ্যামিল্টন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে। ইতিমধ্যেই লুইসকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে যারা এসেছিলেন, সেই ব্যক্তিদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে। 

তৃতীয় ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে করোনা আক্রান্ত হলেন লুইস। তার আগে সার্জিয়ো পেরেজ এবং ল্যান্স স্ট্রল করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী বাহারাইন গ্রাঁ প্রি-তে মার্সিডিজের হয়ে নামতে চলা লুইসের বিকল্প খেলোয়াড়ের নাম এখনও ঘোষণা করা হয়নি। এর আগে ৩ বার পরীক্ষা করে হলেও তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ৪ ডিসেম্বর প্রথম অনুশীলনের আগে রিপোর্ট পজিটিভ আসায় আর নামা হচ্ছে না লুইসের।

মন্তব্যসাতদিনের সেরা