kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

ভারত এখন ধোনির অভাব বুঝবে : হোল্ডিং

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২০ ২১:৫৯ | পড়া যাবে ২ মিনিটেভারত এখন ধোনির অভাব বুঝবে : হোল্ডিং

বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভারতের। আছে দারুণ সব ব্যাটসম্যান। কিন্তু সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপে একজন ফিনিশারের অভাব দেখছেন মাইকেল হোল্ডিং। প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য ধোনি নিখুঁত ও বরফ-শীতল মাথায় তাড়া করতেন ধোনি। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭৫ রান তাড়ায় ভারতের ব্যাটিং দেখে হোল্ডিংয় মিস করেছেন ধোনিকে। যে ধোনি গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার বলেন, 'ভারতের জন্য ওই রান তাড়া করা সবসময়ই কঠিন ছিল। তারা একটি জায়গায় ভুগবে, তা হলো মহেন্দ্র সিং ধোনির অভাব। ভারতের ব্যাটিং অর্ডারের অর্ধেক আউট হলে নামত ধোনি এবং সাধারণত সে রান তাড়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিজের হাতে নিত। যখন ধোনি দলে ছিল তখন ভারত খুব ভালো রান তাড়া করত।'

দলের ব্যাটিং বিপর্যয়ে ছয় নম্বরে নেমে ৯০ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি। এখানেই ধোনির অভাব বোধ করছেন হোল্ডিং, 'এই ব্যাটিং লাইন-আপ খুবই প্রতিভা সম্পন্ন। আমরা দেখেছি দারুণ কিছু ক্রিকেটার ও অসাধারণ কিছু স্ট্রোকপ্লে। হার্দিক দুর্দান্ত একটি ইনিংস খেলেছে, তবে তাদের এখনও দরকার ধোনির মতো একজন। শুধু তার দক্ষতার জন্য নয়, তার দৃঢ়তার জন্যও।'

মাইকেল হোল্ডিং আরও বলেন, 'টস জেতা নিয়ে এবং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো নিয়ে তারা কখনও ভয় পায়নি। কারণ, এমএস ধোনি ও দলের ব্যাটিং বিভাগ কি করতে পারে, তাদের জানা ছিল। যখন ভারত রান তাড়া করত, আমরা দেখিনি ধোনিকে উদ্বিগ্ন হতে। সে ওই লক্ষ্য তাড়াকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করত। কারণ, সে নিজের সামর্থ্য ও রান তাড়ায় কি করতে হয় জানত। তার সঙ্গে যেই ব্যাটিং করত, সে সব সময় তাদের সঙ্গে কথা বলত ও সাহায্য করত। ধোনি রান তাড়ায় বিশেষ একজন ছিল।'

মন্তব্যসাতদিনের সেরা