২৭ বলে ৩৭ রান করার পথে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের একটি শট। ছবি: গেটি ইমেজ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। কেপ টাউনের নিউল্যান্ডসে শুক্রবার ইংলিশরা জয় পেয়েছে ৫ উইকেটে। প্রোটিয়াদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই তাড়া করে ফেলে মরগানের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টেম্বা বাভুমাকে হারালেও অধিনায়ক কুইন্টন ডি কক ও ফাফ দু প্লেসির ব্যাটিংয়ে বড় স্কোরের দিকেই ছুটে দক্ষিণ আফ্রিকা। টম কারানের এক ওভার থেকেই ২৪ রান নেন দু প্লেসি।
ডি কক (৩০) ও দু প্লেসির (৫৮) বিদায়ের পর দলের হাল ধরেন ভ্যান ডার ডাসেন (৩৭) ও হেনরিক ক্লেসেন (২০)। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ সংগ্রহ করে প্রোটিয়ারা।
ইংলিশ পেসার স্যাম কারান ৩টি উইকেট লাভ করেন।
১৮০ লক্ষ্যে খেলতে নেমে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেয়ারস্টো মাত্র ৪৮ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন । বেন স্টোকসের ব্যাট থেকে আসে ৩৭ রান।
অনবদ্য ইনিংসের জন্য ম্যাচসেরা হন বেয়ারস্টো।
মন্তব্য