kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ : প্ল্যাকার্ড হাতে মাঠে ঢুকে পড়লেন প্রতিবাদী যুবক

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১৯:৫৩ | পড়া যাবে ২ মিনিটেভারত-অস্ট্রেলিয়া ম্যাচ : প্ল্যাকার্ড হাতে মাঠে ঢুকে পড়লেন প্রতিবাদী যুবক

ছবি : এএফপি

সিডনিতে আজ শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই আজ ৬৬ রানে হেরেছে বিরাট কোহলির দল। এই ম্যাচেই ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। ম্যাচ শুরুর প্রথম ঘণ্টায় প্ল্যাকার্ড হাতে মাঠে নেমে পড়েন দুই প্রতিবাদী যুবক। তারপর তাদেরকে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকর্মীরা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সম্প্রতি কয়লা খনিতে বিনিয়োগ করছেন আদানি গ্রুপ। সেই নিয়েই পুরো অস্ট্রেলিয়ায় প্রতিবাদ চলছে। চালু হয়েছে আদানি 'গো ব্যাক' স্লোগান। ম্যাচের ষষ্ঠ ওভারের ঘটনা। সেই সময় ক্রিকেটারদের কাছে চলে এসেছিলেন দুই প্রতিবাদকারী। নবদীপ সাইনি বোলিং মার্কে বল হাতে তৈরি হচ্ছিলেন। তারপরেই সেই ঘটনা। এক প্রতিবাদীর প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আদানিদের ১ বিলিয়ন লোন বন্ধ করুক।' 

সাথে সাথে খেলা বন্ধ হয়ে যায়। তখন ধারাভাষ্যকার গিলক্রিস্ট বলছিলেন, 'দুজন বেআইনি অনুপ্রবেশকারীকে দেখতে পাচ্ছি। কিছু একটা বিষয়ে প্রতিবাদ চলছে। আপাতত নিরাপত্তাকর্মীরা এদের বের না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নিরাপত্তাকর্মীরা যদিও কোনো তাড়াহুড়ো করছে না।'

প্রতিবাদকারীদের একজন বেন বোর্ডেত বলেছেন, 'লাখো লাখো ভারতীয় করদাতা যারা এই ম্যাচ দেখছেন, তাদের জানা উচিত যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করদাতাদের অর্থ একজন পরিবেশ বিনষ্টকারী বিলিওনেয়ারের হাতে তুলে দিচ্ছে।' প্রতিবাদকারীদের আশঙ্কা এই প্রজেক্ট বাস্তবায়িত হলে গ্লোবাল ওয়ার্মিং তো বটেই গ্রেট ব্যারিয়ার রিফ-ও ক্ষতিগ্রস্ত হবে।

মন্তব্যসাতদিনের সেরা