kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

'কোহলির উচিত ছিল রোহিতকে ফোন করা'

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটে'কোহলির উচিত ছিল রোহিতকে ফোন করা'

ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার রহস্যময় চোটের ব্যাপারে স্বচ্ছতার অভাব ছিল বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন সাবেক জাতীয় পেসার আশিস নেহরা। তার মতে, এমন হওয়া একেবারেই উচিত ছিল না।

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দলে নেই রোহিত। টেস্ট সিরিজের দলে তিনি থাকলেও কবে অস্ট্রেলিয়ায় যাবেন, তা পুরোপুরি অনিশ্চিত। এই ব্যাপারেই মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি বলেছেন, কেন রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসেননি, সেটা তার জানা নেই।

কোহলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আশিস নেহরা বলেছেন, 'এটা দুঃখজনক। এমন হওয়া উচিত নয়। দুজনে কথা বলে নিতে পারত। অধিনায়ক নিজে বলছে যে এই ব্যাপারে কিছু জানা নেই। এটা খুব দুঃখের। আর কোহলি তো অধিনায়ক, তার উচিত ছিল রোহিতকে ফোন করা। সরাসরি সে রোহিতের থেকে সবকিছু জানতে পারত। একইভাবে রোহিতও কথা বলতে পারত কোহলির সঙ্গে। এটা খুব হতাশার। আর ২০২০ সালে দাঁড়িয়ে যদি যোগাযোগের অভাব ঘটে, তবে কী ভাবে চলবে?'

মন্তব্যসাতদিনের সেরা