ছবি: এএফপি
সিডনিতে আজ থেকে শুরু হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজি। প্রথম ওয়ানডেতে ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে ১৫৬ রান তোলেন দুজন। ৭৬ বলে ৬৯ রান করে ওয়ার্নার ফিরে গেলেও অসাধারণ খেলতে থাকেন ফিঞ্চ। ১২৪ বলে ২ ছক্কা ও ৯ চারে ১১৪ রান করে সাজঘরে ফেরেন অজি দলপতি।
তিনে নামা স্টিভ স্মিথ করেন ঝোড়ো শতক। মাত্র ৬৬ বলে ৪ ছক্কা ও ১১ চারে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মিথ।
ব্যাট হাতে ঝড় তোলেন গ্ল্যান ম্যাক্সওয়েলও। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন এই ডানহাতি।
ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া বুমরাহ, সাইনি ও চাহাল একটি করে উইকেট লাভ করেন।
মন্তব্য