kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেই ইশান্ত শর্মা

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নেই ইশান্ত শর্মা

ইশাক্ত শর্মা। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। সাইড স্ট্রেইনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজ থেকে ছিটকে গেছেন ইশান্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিবৃতিতে বলা হয়েছে, 'ইশান্ত তার সাইড স্ট্রেইন থেকে সুস্থ হয়ে উঠলেও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। টেস্ট ম্যাচের ফিটনেস অর্জনের জন্য তিনি এখন নিজের কাজের চাপ বাড়িয়ে দিচ্ছেন।'

সদ্যঃসমাপ্ত আইপিএলে ইনজুরিতে পড়েছিলেন এই ডানহাতি পেসার। টেস্ট খেলার মতো পর্যাপ্ত ফিটনেসে এখনো ফিরতে পারেননি ইশান্ত। 

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা