kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

হিউজ-জোন্সের প্রতি কোহলি-ফিঞ্চদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক   

২৭ নভেম্বর, ২০২০ ১২:০২ | পড়া যাবে ১ মিনিটেহিউজ-জোন্সের প্রতি কোহলি-ফিঞ্চদের শ্রদ্ধা

ক্রিকেট বিশ্বের প্রয়াত দুই তারকা ফিল হিউজ ও ডিন জোন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা।সিডনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ‍শুরুর আগে ‍দুজনের সম্মানে কিছুক্ষণ নিরবতাও পালন করেন ক্রিকেটাররা।আর জোন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলিরা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে।

ফিল হিউজের নামটা শুনলেই মনে পড়ে যায় ক্রিকেট ইতিহাসের সেই মর্মান্তিক ঘটনার কথা। শন অ্যাবটের বল আছড়ে পড়ল হিউজের হেলমেটে। মাঠেই লুটিয়ে পরলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ২৭ নভেম্বর, ৬ বছর আগে আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন হিউজ।

হিউজের পাশাপাশি সম্মাননা জানানো হয়েছে এ বছর পৃথিবীকে বিদায় জানানো ডিন জোন্সকে। গত ২৪ সেপ্টেম্বর আইপিএলে বিশ্লেষকের দায়িত্ব পালন করার সময় আকস্মিক মৃত্যুবরণ করেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। মৃত্যুকালে জোন্সের বয়স হয়েছিল ৫৯ বছর। 

মন্তব্যসাতদিনের সেরা