দুঃস্বপ্নের এক বছর কাটাচ্ছে বিশ্ববাসী। করোনাভাইরাস মহামারী তো আছেই, এছাড়া বছরজুড়েই বিশ্ববাসী হারিয়েছে অনেক গুণী মানুষকে। যার সর্বশেষ সংযোজন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। এজন্যই পিএসজির ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে লিখেছন, 'F*CKING 2020'। যার বাংলা অর্থ ছাপার যোগ্য নয়। শিরোনামের খাতিরে 'জঘন্য' শব্দটা ব্যবহার করতে হয়েছে। তরুণ ফরাসি স্ট্রাইকারের কামনা, খুব দ্রুতই যেন এই জঘন্য বছরটা শেষ হয়ে যায়।
গতকাল বুধবার সবাইকে হতভম্ব করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। বিশ্বকে ফুটবলের উথাল প্রেমে মাতানো পাগলাটে মানুষটি চলে গেছেন। তাকে আর কখনই পাগলামি করতে দেখবে না বিশ্ববাসী। প্রচণ্ড দুঃখ থেকে টুইটারে এমবাপ্পে লিখেছেন, 'শান্তিতে থাকুন কিংবদন্তি। ফুটবল ইতিহাসে আজীবন থাকবেন আপনি। সারা বিশ্বকে যে আনন্দ দিয়েছেন, ধন্যবাদ। ওহ ওহ ওহ, F*CKING ২০২০।'
এই খ্যাপাটে ম্যারাডোনাই ভক্তদের বলে গিয়েছিলেন, 'মরে গেলেও আবারও আমি জন্ম নিতে চাই এবং একজন ফুটবলার হতে চাই। আবারও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা হতে চাই। আমি একজন ফুটবলার যে মানুষকে আনন্দ দিয়েছে আর এটা আমার জন্য যথেষ্টর চেয়ে বেশি।'
RIP Legend.
— Kylian Mbappé (@KMbappe) November 25, 2020
You will stay in the history of football forever. Thanks you for all the pleasure you gave to the whole world 🙌🏽🙏🏽❤️
AÏE AÏE AÏE F*CKING 2020 😭😭😭 pic.twitter.com/8xc1CDKDg2
মন্তব্য