ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। গতকাল বুধবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মহা-তারকা।
বিশ্বজয়ী কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। ম্যারাডোনার সম্মানে এরই মধ্যে ইতালির সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টেডিয়ামটির নতুন নাম হবে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামটির পুনরায় নামকরণের দাবি জানায় ফুটবল ক্লাব এসএসসি নেপোলি। পরে তা স্বীকৃতি পায়।
স্থানীয় সাংবাদিক ফেব্রিজিও রোমানো বলেন, ফুটবল ইশ্বর দিয়াগো ম্যারাডোনার সম্মানে এরই মধ্যে সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা রাখার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র : গোল ডটকম
মন্তব্য