kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

ইন্টারের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না রিয়াল

অনলাইন ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২০ ১৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেইন্টারের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না রিয়াল

ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ফেভারিট তকমা নিয়েও গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের অবস্থা ভালো না। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে রয়েছে রিয়াল। সানসিরোতে জিততে পারলে নক আউটের সম্ভাবনা জোরালো হবে তাদের। রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে মুনশেনগ্লাডবাখ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার। সমান পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে রিয়াল। সবার নিচে থাকা ইন্টারের পয়েন্ট ২।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ক রামোস, মিডফিল্ডার ভালভার্দে ও স্ট্রাইকার করিম বেনজিমাকে পাচ্ছে না রিয়াল। এমন পরিস্থিতিতেও জয়ের জন্য ক্ষুধার্ত রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, “আমরা সব সময়ই জয় চাই। এই মুহূর্ডে ড্র অথবা হারের কথা ভাবতে পারি না। সবাইকে বলবো মাঠে তোমরা শতভাগটা দাও। ম্যাচটা কঠিন তবে আমার মনে হয় এই মৌসুমে সব দলই সংগ্রাম করছে।”

তবে হাল ছেড়ে দিচ্ছেন না ইন্টার মিলান কোচ অ্যান্থেনিও কন্তেও। তিনি  বলেছেন, “আরও ৯টি পয়েন্ট বাকি আছে। আমরা এখনও নকআউটের জন্য লড়াই করতে পারি।”

মন্তব্যসাতদিনের সেরা