kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

অনলাইন ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২০ ১৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে ফেরেঙ্কভারোসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। সে ম্যাচে জুভেন্টাসের পক্ষে প্রথম গোলটি করেছিলেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সব ‍মিলিয়ে এটি তার ১৩১তম গোল। রোনালদোর এই ১৩১ গোলের মধ্যে ৭০টিই করেছেন ঘরের মাঠে। এটিও চ্যাম্পিয়নস লিগের রেকর্ড। 

টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ড ছিল রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির দখলে। আর্জেন্টাইন তারকার সেই রেকর্ডে ভাগ বসালেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে বাকি ৬১ গোল প্রতিপক্ষের মাঠে করেছেন সিআরসেভেন।

১৩১ গোল করা রোনালদো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আগেই। এবার ঘরের মাঠে সর্বোচ্চ ৭০টি গোলের রেকর্ডও মেসির সঙ্গে ভাগাভাগি করলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা