kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ২০:৪০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের একটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের (সিএসএ)পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সিএসএ এক বিবৃতিতে জানায়, 'ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে হবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। জোহানেসবার্গে ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

মন্তব্যসাতদিনের সেরা