kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে যাঁরা আছেন

অনলাইন ডেস্ক   

৩০ অক্টোবর, ২০২০ ০৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেজিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে যাঁরা আছেন

প্রতীকী ছবি।

করোনার দুঃসময় কাটিয়ে আজ আবারও মাঠে ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। সফররত জিম্বাবুয়েরে বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। আজকের ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটির জন্য পাকিস্তানের অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন মোহাম্মদ রিজওয়ান। তবে সহ-অধিনায়ক শাদাব খানকে পাচ্ছে না পাকিস্তান। ২৩ অক্টোবর, লাহোরে আন্ত স্কোয়াড প্রস্তুতিমূলক ম্যাচের সময় বাঁ পায়ে চোট পেয়েছেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর থাকার সম্ভাবনা আছে।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড :

ইমাম-উল-হক, আবিদ আলী, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মাদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মুসা খান। 

মন্তব্যসাতদিনের সেরা