kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

ফ্রান্সের খেলা বয়কটের সংবাদটি ভুয়া : পগবা

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২০ ২১:৫৬ | পড়া যাবে ১ মিনিটেফ্রান্সের খেলা বয়কটের সংবাদটি ভুয়া : পগবা

ফরাসি প্রেসিডেন্টের এক বিতর্কিত মন্তব্যের জেরে দেশের হয়ে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার- এমন সংবাদ প্রকাশের পর সেটি ভুয়া বলে মন্তব্য করেছেন ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড় পল পগবা।

সোমবার মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম ভুয়া ওই খবরটি প্রচারের পর বিশ্বের নানা দেশের গণমাধ্যমগুলোও সেই সংবাদটিকে সত্য বলে ধরে নিয়েছিল। এতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভুয়া ওই সংবাদটি।

ভুয়া খবরটিতে বেজায় চটেছেন পল পগবা। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে পগবা জানান, এসব অগ্রহণযোগ্য, ভুয়া সংবাদ।

দ্য সান এ বিষয়ে জানায়, পগবা নিজেই এই সংবাদকে অসত্য বলে দাবি করেছেন।

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের কারণে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। ভুয়া সংবাদটিতে দাবি করা হয়, পগবাও সংহতি জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।  

রাশিয়ায় ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পগবা। জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার দেশটির হয়ে ৭২ ম্যাচ খেলে করেছেন ১০ গোল।

মন্তব্যসাতদিনের সেরা