kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

সানজিদার হলুদের ছবি ছড়িয়ে গেল বিশ্বে

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৯:৪৩ | পড়া যাবে ২ মিনিটেসানজিদার হলুদের ছবি ছড়িয়ে গেল বিশ্বে

বাংলাদেশ নারী দলের ডান-হাতি ব্যাটসম্যান সানজিদা ইসলাম গত ১৬ অক্টোবর আরেক ক্রিকেটার মীম মোসাদ্দেকের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। জাতীয় লিগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলছেন। বিয়ের আগের দিন ছিল গায়ে হলুদ। হলুদের সাজেই রংপুর স্টেডিয়ামে যান সানজিদা। সেখানে ব্যাট হাতে কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। মুহূর্তের মধ্যে সানজিদার সেইসব ছবি ভাইরাল হয়ে পড়ে। 

দেশের সংবাদমাধ্যম থেকে বিদেশি সংবাদ সংস্থা এএফপি, ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় সংবাদমাধ্যমেও তার ছবি নিয়ে প্রতিবেদন হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনস, খ্যাতনামা সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, আনন্দবাজার, সংবাদ প্রতিদিনও সানজিদাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

গায়ে হলুদের ছবি তোলা নিয়ে সানজিদা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, 'ব্যাট হাতে ছবি তোলার পরিকল্পনা ছিল না। বাচ্চাদের খেলতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। ব্যাট হাতে নিতেই সতীর্থরা ছবি তুলেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমনিতেই ছবিগুলো ছেড়েছিলাম। ধারণাই ছিল না এগুলো ভাইরাল হবে।' 

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন সানজিদা। তিন বছরের পর ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে সুযোগ পান। ২০১৪ সালে ওয়ানডে অভিষেক। এরপর এখন পর্যন্ত দেশের হয়ে ১৬টি ওয়ানডে ১৭৪ রান ও ৫৪ টি-টোয়েন্টি ম্যাচে ৫২০ রান করেছেন ২৪ বছর বয়সী সানজিদা। 

মন্তব্যসাতদিনের সেরা