kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

কার্টুন পোস্ট করায় বিতর্ক : ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৯:০৫ | পড়া যাবে ১ মিনিটেকার্টুন পোস্ট করায় বিতর্ক : ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের এক ব্যক্তির একটি কার্টুন শেয়ার করে ব্যপক সমালোচনার মুখে ক্ষমা প্রার্থনা করেছেন ইতালি ফুটবল কোচ রবার্তো মানচিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই কার্টুন পোস্ট করেছেন মানচিনি। সেখানে একজন নার্স হাসপাতালের এক রোগীকে প্রশ্ন করছেন, 'কীভাবে আপনি অসুস্থ হলেন সে সম্পর্কে কি কোনো ধারণা আছে?' রোগী জবাব দিচ্ছেন 'খবর দেখছি।'

তার ওই কার্টুন শেয়ারের ঘটনায় দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন একটি দেশে তিনি ওই রসিকতা করেছেন, যেখানে শুধুমাত্র গতকাল বৃহস্পতিবার ১৬ হাজার ৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৩৬ জন। করোনার এই মহামারি শুরুর পর থেকে দেশটিতে সর্বমোট মারা গেছে ৩৯ হাজার বাসিন্দা।

৫৫ বছর বয়সি মানচিনি পরে টুইট করেছেন, 'আমি শুধু একটি কার্টুন শেয়ার করেছিলাম, যেটি আমার মনে হয়েছে স্রেফ রসিকতা। শুধু ওইটুকুই। সেখানে অন্য কোনো বার্তা পৌঁছানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না, যা কোভিড-১৯ রোগী ও এর দ্বারা ক্ষতিগ্রস্তদের অসম্মানের কারণ হয়। যদি তেমনটা ঘটে থাকে তাহলে সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।'

মন্তব্যসাতদিনের সেরা